গোয়ালন্দে বালু ব্যবসায়ীর কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করার অভিযোগে কৃষক লীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা হয়েছে। বালু ব্যবসায়ী মিলন মামলাটি দায়ের করেন। আসামিরা হলেন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক বাকেন শেখ (৪২), দৌলতদিয়া শাহাদত মেম্বার পাড়ার ফারুক মোল্লা (২৭), গোয়ালন্দ পৌরসভার দেওয়ান পাড়ার হানিফ দেওয়ান (৫৫), দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার জীবন প্রামাণিক (৩৮)। অভিযোগ অস্বীকার করে বাকেন শেখ বলেন, তিনি নিজেও একজন বালু ব্যবসায়ী। তার বকেয়া পাওয়া ২ লক্ষাধিক টাকা পরিশোধের দাবি করায় বাদী তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে।
মিলন অভিযোগ করেন , সিরাজগঞ্জের যমুনা নদী থেকে তিনি বলগেটের মাধ্যমে বালু এনে এ এলাকায় ব্যবসা করেন। সেখানে বাকেনেরও ব্যবসা রয়েছে। আমি তার কাছ থেকে প্রথমদিকে কিছু বালু ক্রয় করি। সেসুবাদে তার সাথে টাকা পয়সা সংক্রান্ত একটা বকেয়া হিসাব ছিল। আমি বাকেনের সমস্ত পাওনা বুঝিয়ে দিয়ে সিরাজগঞ্জের আলামিন, নান্নু ও আরিফের কাছ থেকে বালু কিনে ব্যবসা করতে থাকি। বাকেনদের কাছ থেকে বালু না কেনায় তারা আমার প্রতি ক্ষিপ্ত হয়ে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে বলে ১ লক্ষ টাকা অগ্রিম চাঁদা দাবি করে।
বাকেন শেখ বলেন, চাঁদাবাজির মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন। মিলন ও জগোদাস আমার কাছ থেকে বালু কিনে নিয়ে ব্যবসা করত। আমি তাদের কাছে ২ লক্ষাধিক বকেয়া টাকা পাবো। তারা আমার টাকা পরিশোধ না করে নান্নু ও আরিফের কাছ থেকে বালু কিনে ব্যবসা করছে।
গোয়ালন্দ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোয়ালন্দ ঘাট থানায় বাকেনসহ ৫ জনের নামে একটি চাঁদাবাজি মামলা হয়েছে। ফারুক নামে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।