রাজবাড়ীর গোয়লন্দ উপজেলার দৌলতদিয়ায় আগুনে দুটি ঘর পুড়ে ভস্মিভূত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকার মডেল হাই স্কুলের সামনের ঢাকা-খুলনা মহাসড়কের পাশে মো. রশিদ মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, হঠাৎ রশিদ মন্ডলের বসতঘর থেকে ধোয়া বের হতে থাকে। এলাকাবাসী তৎক্ষনাৎ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, ওই বাড়িতে কেউ ছিলোনা। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনে সূত্রপাত ঘটতে পারে। পরিবারটির ঘরে যা ছিলো সবই পুড়ে ছাই হয়ে গেছে।
হাসি বেগমের মা জানান, হাসি সকালে মানুষের বাড়ি কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। আমি বাজারে কিছু জিনিসপত্র কিনতে গেলে, এরই মাঝে শুনতে পাই আমাদের বাড়িতে আগুন লেগেছে।
বাজার থেকে ফেরার আগেই আমাদের শেষ সম্বল দুইটি ঘর আগুনে পুড়ে গেছে, আমরা এখন কি খাবো? কই থাকবো কিছুই বলতে পারছিনা। ঘরের মধ্যে থাকা চাল, নগদ টাকা, আসবাবপত্র, কাপড়-চোপড়সহ সবকিছু পুড়ে গেছে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আব্দুর রহমান জানান, খবর পাওয়া মাত্রই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আমরা ধারণা করছি ইলেকট্রিক সর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে পরিবারটির সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।