রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানালঘাট এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় রশিদ মন্ডলের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার পরিবারটির বসবাসের একমাত্র ছাপড়া ঘর ও ঘরে থাকা যাবতীয় মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বুধবার বিকালে সরেজমিন পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর সহ এলাকাবাসী।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদুর রহমান জানান, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারটির হাতে নগদ ১০ হাজার টাকা প্রদান করেছি। এছাড়া যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনেয পক্ষ হতে আরো সহযোগিতা প্রদান করা হবে।