বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ উৎসব উদযাপিত হয়েছে। এ অনুষ্ঠানকে ঘিরে উদীচী শিল্পী গোষ্ঠী, শিল্পকলা একাডেমি, বালিয়াকান্দি সরকারি কলেজেসহ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ঐক্যবদ্ধভাবে দিবসটি উদযাপন করে সকালে র্যালি, পান্তা ভাত খাওয়া, লাঠি খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান।