বাংলা নববর্ষকে বরণ করে নিতে রাজবাড়ীতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করে।
বর্ষবরণ উদযাপন পরিষদ, রাজবাড়ী: উদ্যোগে নানা আয়োজনে বরণ করে বাংলা নববর্ষকে। শহরের আজাদী ময়দানে সকালে প্রভাতী সংগীতের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টায় একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। হাতি, ঘোড়া, পালকি, পুতুলের বিশালকায় প্রতিকৃতি নিয়ে ঘোড়ার গাড়িতে চলে শোভযাত্রাটি রাজবাড়ী শহরের বড়পুল হয়ে পাবলিক হেলথ মোড় ঘুরে পুরো শহর প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। এরপর দিনভর চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বর্ষবরণ উদযাপন পরিষদ, রাজবাড়ীর আহ্বায়ক জ্যোতিশংকর ঝন্টু, সদস্য সচিব ফকির শাহাদত হোসেন, মুনীরুল হক মুনীর প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা।
মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের নানা আয়োজন: নববর্ষ উপলক্ষ্যে মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের উদ্যোগে সরকারি আদর্শ মহিলা কলেজের বিপরীতে বকুলতলায় দিনব্যাপী বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে নানামাত্রিক আয়োজন ছাড়াও বেশ কিছু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে অনুষ্ঠিত হয় মেহেদী উৎসব। বিভিন্ন বয়সী তরুণীরা এ প্রতিযোগিতায় অংশগ্রুহণ করেন। বিকেলে অনুষ্ঠিত হয় লাকগান প্রতিযোগিতা (উন্মুক্ত), হাড়িভাঙ্গা প্রতিযোগিতা (নারী), টিপ পরানো প্রতিযোগিতা (পুরুষ), বেলুন ফোলানো প্রতিযোগিতা (নারী), বল নিক্ষেপ (পুরুষ) ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানের।
এসময় উপস্থিত ছিলেন মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি পরিষদ এর আহ্বায়ক আজিজা খানম, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কমল কান্তি সরকার, মুহাম্মদ সাইফুল্লাহ, সরকারি আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আহসান হাবীব, সংগঠনের সদস্য সচিব মো ফারুক উদ্দিন, সদস্য আরিফুর রহমান আলিম, বর্ষণ দাস, সাথী সরকার প্রমুখ।
জেলা বিএনপির বষর্য়বরণ : রাজবাড়ী জেলা বিএনপি নানা আয়োজনে বর্ষবরণ উৎসব পালন করেছে। সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যড. লিয়াকত আলী, সদস্য সচিব অ্যড. কামরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠি হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। প্রাচীন এই খেলা দেখার জন্য ভিড় করেন কয়েকশত মানুষ।
বৈশাখ উদযাপন পরিষদ: বৈশাখ উদযাপন পরিষদের উদ্যোগে শহরের রেলগেট বটতলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।