ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর চলমান বর্বরতা ও অমানবিক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। শুক্রবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলা শাখা যুব অধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
দুপুর ২ টার দিকে নেতাকর্মীরা জেলা শহরের বড়পুল এলাকায় এসে একত্রিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়৷ মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ যুব অধিকার পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. বাদল মল্লিকের সভাপতিত্বে বক্তব্য দেন রাজবাড়ী জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক শরিফুল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি কামরুল হাসান রাশেদ, সাধারণ সম্পাদক কল্লোল হাসান রাব্বি, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহিন আলম, ছাত্রনেতা ইমন খান প্রমুখ। শ্রমিক নেতা সোহেল মল্লিক, সোহেল তানভীর, ওবায়দুর রহমান, শরিফ খান সহ গণধিকার পরিষদ জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।