রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ স্কুলপাড়া থেকে বৃহস্পতিবার রাতে ২০ পুড়িয়া হেরোইনহ রিপন মুন্সী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। সে একই গ্রামের আবুল খায়েরের ছেলে।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, বৃহস্পতিআর রাত ১০টার দিকে রাজবাড়ী সদর থানাধীন বানিবহ স্কুলপাড়া এলাকায় রিপন মুন্সীর বসত বাড়ির ভিতর আঙ্গিনায় ১ জন মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় কছে। এমন খবর পেয়ে অফিসার ও সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গেলে রিপন মুন্সী পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালনোর চেষ্টা করে। ওই সময় অফিসার ও ফোর্স তাকে আটক করে দেহ তল্লাশি করলে লুঙ্গির ডান কোমর থেকে একটি নীল ও সাদা কালারের ঔষধের কৌটার মধ্যে সাদা পলিথিন দ্বারা মোড়ানো ২০ পুরিয়া মাদক দ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। এব্যাপারে মামলা হয়েছে। আসামীকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।