জাতীয় পরিচয় পত্র ( এনআইডি) সেবা কার্যক্রম বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে বৃহস্পতিবার বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স আ্যাসোসিয়েশন ঘোষিত সময় সূচি অনুযায়ী কালুখালী উপজেলায় স্ট্যান্ড ফর এন আইডি কর্মসূচি পালন হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার সাইফউদ্দিন, অফিস সহকারী খন্দকার আল মাহমুদ, ডাটা এন্ট্রি অপারেটর মোঃ শরিফুল ইসলাম, অমরেশ সরকার, স্ক্যানিং অপারেটর তামান্না সুলতানা আশা সহ অন্যান্য কর্মচারীগন।
উপজেলা নির্বাচন অফিসার বলেন সংবিধানের ১১৯ নং অনুচ্ছেদ অনুসারে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রনয়ন করে। ভোটার তালিকা হতে উপজাত বাই প্রোডাক্ট হিসেবে জাতীয় পরিচয় পত্র প্রদান করা হয়। জাতীয় পরিচয় পত্রের জন্য আমরা আলাদা কোন ফরম বা তথ্য পূরন করিনি। ভোটার তালিকার ফরমের তথ্য হতে জাতীয় পরিচয় পত্র তৈরি হয়। ভোটার তালিকার জন্য যদি অন্য কোন দপ্তরকে দেওয়া হয় তাহলে স্বাধীন নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব লঙ্ঘন হবে এবং ভোটার তালিকা নিয়ে পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রশ্ন উঠবে। তাছাড়া ভোটার তালিকার তথ্য অন্যকোন কর্তৃপক্ষকে প্রদান করলে ভোটার তালিকার তথ্যের বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন উঠবে। ফলে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে নির্বাচন কমিশন বাধার সম্মুখীন হবে। গনতন্ত্র হুমকির সম্মুখীন হবে। ভোটার তালিকা একমাত্র স্বাধীন নির্বাচন কমিশনই করতে পারে। ভোটার তালিকা হতেই এনআইডি উপজাত হিসেবে প্রদান করা হয়। এনআইডি অন্য দপ্তর এই তথ্য নিলে ভোটারগন ভোটার হবে না। ফলে ভোটার তালিকা নিয়ে সংশয় দেখা দিবে।