রাজবাড়ী সদর থানার পুলিশ বৃহস্পতিবার অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি বাবু খাকে গ্রেফতার করেছে। সে রাজবাড়ী সদর উপজেলার বড়লক্ষীপুর গ্রামের মৃত কেতু খার ছেলে।
রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুর গ্রামের আমজাদের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে প্রেরন করা হয়।