রাজবাড়ীতে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় জোহরা (৪৩) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল পৌনে ৫ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুর ভাদালেপুল এলাকায় কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত হন তিনি। এসময় তার দুটি ছাগলও ট্রেনের নিচে কাটা পরে। নিহত জোহরা রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের রহম বেপারীর মেয়ে।
প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, রেল লাইনের পাশে ৩টি ছাগল বাধা ছিল। বিকেলে সেই ছাগল আনতে যায় জোহরা। ছাগলগুলো কোনোভাবে রেল লাইনের সাথে পেঁচিয়ে যায়। ছাগলগুলোর দড়ির প্যাঁচ ছাড়াতে রেল লাইনের উপরে যায় জোহরা। এসময় ট্রেন চলে আসে। সরে আসার সময় মাথায় আঘাত পান জোহরা। ঘটনাস্থলেই মারা যান তিনি। এসময় ট্রেনের নিচে কাটা পড়ে তার দুটি ছাগলও মারা যায়।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, রেল লাইনের উপর থেকে ছাগল আনতে গিয়ে ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের আঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। আইনী পক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।