পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রাজবাড়ী ও কালুখালীতে বাজার মনিটরিং করেছে রাজবাড়ী জেলা প্রশাসন।
মঙ্গলবার বাজার মনিটরিং এর অংশ হিসেবে রাজবাড়ী সদরের ফলবাজার ও সবজিবাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। ফলের দোকানসমূহে ফলের, বিশেষত খেজুর ও তরমুজের ক্রয় ভাউচার ও খুচরা বিক্রয়মূল্য যাচাই করা হয় এবং সাধারণ ক্রেতাদের মতামত নেওয়া হয়। দোকানিদের যৌক্তিক মূল্যের অধিক হারে বিক্রয়মূল্য নির্ধারণ না করার জন্য পরামর্শ দেয়া হয়। ন্যায্যমূল্যের অতিরিক্ত দামে ফল বিক্রয় করায় এবং দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করায় একাধিক দোকানীকে স্বল্পমাত্রায় জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়। উক্ত কার্যক্রমে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ।
এদিকে সোমবার কালুখালী উপজেলার মূলবাজারে কার্যক্রম পরিচালনা করা হয়। সবজিবাজার এবং মুদিবাজারের বিভিন্ন দোকানে দ্রব্যমূল্যের ক্রয় ভাউচার ও খুচরা বিক্রয়মূল্য যাচাই করা হয় এবং সাধারণ ক্রেতাদের মতামত নেওয়া হয়।
মনিটরিংকালে দোকানিদের যৌক্তিক মূল্যের অধিক হারে বিক্রয়মূল্য নির্ধারণ না করার জন্য পরামর্শ দেয়া হয়। এছাড়া ক্রেতাদের অভিযোগের প্রেক্ষিতে তরমুজের বিভিন্ন দোকানে সরেজমিনে দর যাচাই করা হয় এবং যৌক্তিক মূল্যে তরমুজ বিক্রয় করার ব্যাপারে সতর্ক করা হয়।
এ কার্যক্রমে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান, কালুখালী বাজার কমিটির সদস্যবৃন্দ।