পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নায্যমূল্যের বাজার স্থাপন বিষয়ক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার।
এসময় রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রাজবাড়ীসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় ন্যায্যমূল্যের বাজার কর্মসূচি সফল করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।