পবিত্র মাহে রমজান এবং আসন্ন ঈদুল ফিতরকে উপলক্ষে রাজবাড়ীর জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তারের নির্দেশনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নিমিত্ত বাজার মনিটরিং কার্যক্রম এর অংশ হিসেবে রাজবাড়ী জেলা সদরের বড় বাজারে মনিটরিং পরিচালনা করা হয়েছে।
এ সময় কাঁচাবাজার ও মুদিবাজারের বিভিন্ন দোকানে ভোজ্যতেল, ছোলা, খেজুর, ডাল, পেঁয়াজ, রসুন, বেগুন, লেবুসহ অন্যান্য সবজি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যসমূহের ক্রয় ভাউচার পরীক্ষা করা হয় এবং বিক্রয়মূল্যের সাথে অসামঞ্জস্যতা নিরূপন করা হয়। এছাড়াও দোকানীদের রমজান মাসে অহেতুক বিক্রয়মূল্য বৃদ্ধি না করার পরামর্শ দেওয়া হয় । একই সাথে অন্যায্যভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। কার্যক্রমে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ।