রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজবাড়ী জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে বাজেট বাস্তবায়ন, ক্রয় ব্যবস্থাপনা ও অডিট আপত্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সিদ্দিকুর রহমান। সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এস.এম. ফেরদৌস ইসলাম, রাজবাড়ী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস. এম. মাহফুজুর রহমান, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসানসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।