ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরনায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ীর আয়োজনে সোমবার সকালে রাজবাড়ী সদর উপজেলার চর জৌকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবক ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী সনাক সহ-সভাপতি মুহাম্মদ সাইফুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্যে রাখেন সনাক সদস্য সৌমিত্র শীল চন্দন। টিআইবির এরয়িা কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস জাফরী, সনাক সদস্য রাবেয়া খাতুন, চর জৌকুড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিক্তা আক্তার, এসিজি সমন্বয়কারী শামসুন্নাহার স্বপ্না প্রমূখ।
বক্তারা বলেন, মায়েদের পাশাপাশি বাবাদেরও সন্তানদের লেখাপড়া বিষয়ে আরো যত্নশীল ও দায়িত্ববান হতে হবে। বাড়িতে পড়াশুনার পরিবেশ তৈরি করতে হবে, সন্তানের ভবিষ্যত নিয়ে ভাবতে হবে এবং তাদের নিয়ে স্বপ্ন দেখতে হবে সেই সাথে স্বপ্নের বাস্তবায়ন করতে চেষ্টা চালিয়ে যেতে হবে। তবেই গুনগত মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে বলে মনে করেন সমাবেশের উপস্থিতি।
সমাবেশে অভিভাবক ও অংশগ্রহনকারীরা শিক্ষা প্রতিষ্ঠানে সুশাসন, জবাবদিহিতা, স্বচ্ছতা শিক্ষার পরিবেশ,ইত্যাদি বিষয়ে মতামত ও সুপারিশ উপস্থাপন করেন। সমাবেশে প্রায় ২৫০ জন অংশগ্রহল করে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং সমস্যা সমাধানের সুপারিশ করেন।