দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদ এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের উদ্যোগে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকাননে এসে শেষ হয়। মানববন্ধনে বক্তব্য দেন অঙ্কুর কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক আব্দুর রউফ হিটু, সাধারণ শিক্ষার্থী মো. হাসিবুল, মিরাজুল মাজীদ তূর্য, মেহরাব শিকদার, ফাতেমা তুজ জোহরা, মো. সুমন, রাব্বী শেখ, সুবর্ণা, মাহমুদা সুলতানা কণা প্রমুখ।
বক্তারা বলেন, দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে। প্রশাসন ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ব্যর্থ হলে জনগণ নিজেই এসকল অন্যায়ের বিচারের দায়িত্বভার হাতে তুলে নিতে বাধ্য হবে। নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হলে দ্রুত বিচার আইনের মাধ্যমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।