রাজবাড়ীতে জেলা রাজস্ব সম্মেলন ও অর্ধ-বার্ষিক সমন্বয় সভা রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর স্থানীয় সরকার উপপরিচালক মল্লিকা দে, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মো: তারিফ-উল-হাসানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।
সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।