মহান ভাষার মাস
শরীফা বেগম
ভাষার মাসে শহিদ স্বজন ভাইয়েরা আমার
বুকের রক্ত দিয়েছ ঝরিয়ে
রক্ত নদীতে সাঁতরিয়ে যাচ্ছি
এগিয়ে লাল পদ্ম শিমুল পলাশ
বাংলার পতাকার লাল
সবই তোমাদের রক্তের লাল
আসছে ভেসে গান –
রক্ত লাল রক্ত লাল রক্ত লাল।
দুঃখ তোমাদের নেই তো আর
জান্নাতে বসে দেখ ফুলের হাসিতে বাংলা হয়েছে একাকার
তোমাদের কেমনে স্মরিব মোরা?
একবার এসে দেখ
রাত শেষে হয়েছে ভোর
শিশিরে ভিজায়ে পা
চলছি তো চলছি
অনুরণন হচ্ছে মনের গহীনে
রক্ত লাল রক্ত লাল রক্ত লাল।
সংগীত নয় যেন সীমাহীন কান্না নিস্তব্ধতা আর বরফ শীতেও ভেবেছি অনেক
সমাগত ফাল্গুনের রক্তে ভেজা মাটি শুকাবে না
সারা বিশ্বের ফাল্গুনের কান্নায়ও থামবে না।
তোমরা হাসছ
তোমাদের অনুপ্রেরণায় সারা বিশ্ব ভাষাকে ভালবাসছে।
প্রাণবন্ত কবিতা আমার
তোমাদের বুকের পাঁজর ঝাঁঝরা করা রক্তে ভিজে ম্লান।
ভাইয়েরা আমার,
ভাষা আন্দোলনে রেখেছ বাংলার মান
বুক পেতে দিয়েছ রক্ত
ইতিহাস হয়েছে ফাল্গুন মাস
আসছে ভেসে গান –
রক্ত লাল রক্ত লাল রক্ত লাল।