মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাজবাড়ীর প্রত্যাশা থিয়েটার ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। মহান শহীদ দিবস উপলক্ষ্যে নাট্যকর্মীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে থিয়েটারের সদস্যদের নিয়ে দুস্থদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রত্যাশা থিয়েটারের উপদেষ্টা রাজ্জাকুল ইসলাম রাজু, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও নাট্য নির্দেশক গোলাম মোর্তজা সাগর, সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদসহ সংগঠনের কর্মীবৃন্দ।
নির্দেশক সাগর বলেন, আমরা অনেক সীমাবদ্ধতার মাঝেও থিয়েটার চর্চার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকান্ড করার প্রচেষ্টা চালিয়ে যাই। আমরা চাই প্রতিটি নাট্যকর্মীর মাঝে এধরনের সামাজিক উদ্যোগ গ্রহণ করবার মানসিকতা তৈরী হোক। এধরনের কর্মকান্ডের জন্য আমরা প্রত্যেক সদস্যের কাছ থেকে ছোট ছোট অর্থ সহযোগিতা নিই। যাতে প্রত্যেকের মাঝে অসহায়দের সহযোগিতায় নিজের অংশিদারিত্বের জন্য এক ধরনের ভাললাগা কাজ করে।