দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে শনিবার সকাল সাড়ে ১০ ঘন্টা ফেরি বন্ধ থাকার পরে পুনরায় চলাচল শুরু হয়েছে। শুক্রবার দিবাগত শনিবার রাত ১২টার দিকে দৌলতদিয়-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ঘাট কর্তৃপক্ষ নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। সকাল সাড়ে ১০ টায় কুয়াশার ঘনত্ব কমে সাড়ে ফেরিসহ চলাচল স্বাভাবিক হয়। ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া জিরো পয়েন্ট হতে দৌলতদিয়া ক্যানাল ঘাট পর্যন্ত পণ্যবাহী ট্রাকের সিরিয়াল সৃষ্টি হয়।
দৌলতদিয়া ঘাট শাখার সহকারি মহা-ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, কুয়াশার কারণে রাত ১২ টার পরে ফেরি বন্ধ রাখা হয়। সকাল সাড়ে ১০টায় কুয়াশার পরিমাণ কেটে গেলে ফেরি চলাচল শুরু করা হয়। যানবাহন পারাপারে এ নৌরুটে ১৫ টি ফেরি চলাচল করছে। অগ্রাধিকার ভিত্তিতে গাড়ি পারাপার করা হচ্ছে।