রাজবাড়ীর গোয়ালন্দে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আন্তঃস্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে স্কুল পর্যায়ে দৌলতদিয়া মডেল হাই স্কুল ও গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে সরকারি কামরুল ইসলাম কলেজ ও রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ অংশ নেয়। বুধবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে প্রথমে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা শেষে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার, হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে আন্তঃস্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয় গোয়ালন্দ শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ হয় দৌলতদিয়া মডেল হাই স্কুল। কলেজ পর্যায়ে ‘ডেঙ্গু মোকাবিলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয় রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ এবং রানার্স আপ হয়েছে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার আব্দুল মহিত হীরা, ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ, সাংস্কৃতিক কর্মী নির্মল কুমার চক্রবর্তীসহ স্কুল, কলেজের প্রধানগণ। সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত দাস।