রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত দাস, প্রপার হাই স্কুলের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মানিক শেখসহ উপজেলার অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত দাস জানান, আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি ২ দিন ব্যাপী দৌলতদিয়ংা মডেল হাই স্কুল মাঠ প্রাঙ্গনে ৫৩ম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।