‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- প্রতিপাদ্য সামনে রেখে সোমবার কালুখালী উপজেলায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালার সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ। কর্মশালায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতাহার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সরকার রওশন-আরা, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার, এনজিও প্রতিনিধি মাসুদ রানা প্রমুখ বক্তব্য রাখেন।