রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর নতুন পাড়া নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলার নির্ধারিত সময়ে দুদল গোল করতে ব্যর্থ হওয়ায় টাইব্রেকার অনুষ্ঠিত হয়। টাইব্রেকারে রুবেল স্মৃতি সংঘ ২-১ গোলে শামীম একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের জিহাদ ম্যান অব দ্যা ম্যাচ হন। টুর্নামেন্ট জুড়ে ভালো খেলা প্রদর্শন করে ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন রানার আপ দলের রবিন শেখ। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক গোয়ালন্দ শাখার ম্যানেজার মো. সোহরাব হোসেন।
এসময় অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের লোন অফিসার আব্দুর বারী, স্থানীয় বাসিন্দা মো. লিটন শেখ, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মো. সাজ্জাদ হোসেন, উপদেষ্টা হুমায়ুন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখসহ নতুন পাড়া যুব সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ও উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি, ক্রেস্ট ও মেডেল তুলে দেন। এদিন চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সৌজন্যে জার্সি বিতরণ করা হয়।
ফাইনাল খেলাটি পরিচালনার দায়িত্বে ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক ও কোচ মো. আলমগীর হোসেন, সহকারি পরিচালক ছিলেন মো. জাহিদ সরদার ও মো. সাইদুল।