রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দুর্গম চরাঞ্চল কুশাহাটা এলাকায় দরিদ্র ও অসহায় ১৭০ জন পরিবারের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বলা ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান উপস্থিত থেকে চরাঞ্চল কুশাহাটাবাসীর মাঝে এ কম্বল বিতরণ করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান বলেন, জেলা প্রশাসকের নির্দেশক্রমে গোয়ালন্দ উপজেলা প্রশাসন ধারাবাহিকভাবে চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করছে। তারই ধারাবাহিকতায় শনিবার কুশাহাটা চরাঞ্চল এলাকার মানুষের পাশে কম্বল বিতরণ করতে পেরে ভালো লাগছে।