রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার পুলিশ অভিযান চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিলসহ এক নারীকে গ্রেফতার করেছে। তার নাম রোজিনা আক্তার মেনু (৩০)। সে কুষ্টিয়ার খোকসা উপজেলার পাখিয়া আবাসন প্রকল্পের নাদের মল্লিকের মেয়ে।
গোয়ালন্দ ঘাট থানা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই আব্বাস উদ্দিন ফোর্স সহ বৃহস্পতিবার দুপুরে গোয়ালন্দ ঘাট থানার বাংলাদেশ হ্যাচারীর সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর হইতে রোজিনা আক্তার মেনুর কাছ থেকে ৬০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। এব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।