“সুস্থ্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন” স্লোগানে ‘একটি ফুটবল, একটি পৃথিবী’ প্রতিপাদ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নতুন পাড়া এলাকায় “নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৫ইং- এর সেমিফাইনাল খেলার ৪ দল চূড়ান্ত হয়েছে। দলগুলো যথাক্রমে রুবেল স্মৃতি একাদশ, রাহুল একাদশ, ডার্ক নাইটস ও শামীম একাদশ।
৩ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে এ মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মো. সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, টুর্নামেন্ট পরিচালনা পরিষদের সদস্য রাসেল শেখ, রবিন শেখ, জামাল শেখ, নাজিরুল ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মো. রাসেল শেখ জানান, আগামী ৭ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬ টায় প্রথম সেমিফাইনাল খেলায় রুবেল স্মৃতি একাদশ বনাম রাহুল একাদশ এবং দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ডার্ক নাইটস বনাম শামীম একাদশ একে অপরের মোকাবেলা করবে।