রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ড উত্তর চর-পাঁচুরিয়া গ্রামে সরকারি বরাদ্দকৃত পরিত্যক্ত পাকা টিনশেড ঘরের মধ্যে সাগর শেখ (২৫) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় মজিবর শেখের ছেলে।
শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে ফজেল হক নামে একজনের সরকারি বরাদ্দকৃত টিনশেড ঘরের কাঠের আড়ার সাথে নিজের ব্যবহৃত গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
স্থানীয়রা জানান, এলাকার শিশুরা খেলাধুলা করার সময় ঘরের আড়ার সাথে ঝুলে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের ও পরিবারের লোকজন দরজা ভেঙে ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখে তাকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার এস আই মো. রুস্তম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, স্ত্রীর সাথে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা যায়।