“নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয় সমাজ সেবা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য ওয়াকাথন, মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে স্টেডিয়াম মাঠে সকল যুবক, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ উপস্থিত সকলের মধ্যে দ্রুত গতিতে হাটার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে মুক্ত আড্ডা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল জুবায়ের প্রিন্স, উপজেলা শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা আফরোজা জেয়াজমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফারুক হোসেন, বালিয়াকান্দি তেতুলিয়া বাজার এ্যাসেডের পরিচালক মোহাম্মদ শাহজাহান সিদ্দিক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মো. হাবিবুর রহমান, ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সমন্বয়ক কাজী সাইফুল ইসলাম প্রমুখ।