শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানের দিনে পৌর আওয়ামী লীগ সভা ডাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাজবাড়ী জেলা বিএনপির একাংশ।
মঙ্গলবার দুপুরে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে ১০ দিনের কর্মসূচী ঘোষণা করা হয়েছে। তারই অংশ হিসেবে রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার স্মরণসভা, মিলাদ মাহফিল, শোক র্যালিসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ হঠাৎ করেই সোমবার মাইকিং বের করেছে তারা প্রতিবাদ সমাবেশ করবে। এটি সুপরিকল্পিতভাবে তাদের অনুষ্ঠান বানচালের ষড়যন্ত্র।
তিনি আরও বলেন, বর্তমান সরকার তাদের কোনো সভা সমাবেশ করতে দিচ্ছে না। হামলা মামলা দিয়ে তাদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। এ দুর্বিষহ অবস্থার অবসান ঘটানো দরকার।
সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে বক্তৃতা করেন অ্যড. আসাদুজ্জামান লাল, নঈম আনছারী, অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, গাজী আহসান হাবীব, আফসার আলী সরদার প্রমুখ। জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।