রাজবাড়ীতে কৃষক কদম আলী শেখকে হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছে নিহত ব্যক্তির স্বজন ও এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে কালুখালী উপজেলার হরিণবাড়িয়া বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা কৃষক কদম আলী শেখ হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবি করেন। নিহত কদম আলী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পশ্চিম হরিণবাড়িয়া গ্রামের মৃত ওসমান গণি শেখের ছেলে ।
মানববন্ধনে অভিযোগ করা হয়, গত ৯ ডিসেম্বর বিকেল কদম আলী শেখ বাড়ি থেকে বেরিয়ে বাজারে মুলা ও ধনিয়াপাতা বিক্রি করতে যায়। রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। অনেক খোজাখুজির পর রাত সাড়ে ১০ টার দিকে কালিকাপুর ইউনিয়নের নারায়ণদিয়া তালতলা এলাকার একটি রসুন ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এঘটনায় নিহতের স্বজনেরা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে আপমৃত্যু দায়ের করেছে। কদম আলী শেখকে পরিক্লপিতভাবে হত্যা করেছে। এঘটনার সুষ্ঠ তদন্ত ও হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান বক্তারা।
কালুখালী থানার ওসি মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। যখন মরদেহ উদ্ধার করেন তখন তার শরীরে কোন চিহ্ন পান নাই বিধায় হত্যা মামলা নেন নাই। পরিবার অনেক কিছু অভিযোগে বলতে পারে। তবে পুলিশ এটি নিয়ে কাজ করছে এবং তদন্ত রিপোর্ট পেলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।