রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রোববার মধ্যরাত দেড়টার দিকে সংযোগ সড়ক থেকে ফেরিতে উঠার সময় কার্ভাড ভ্যান গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনে আটকে যায়। এঘটনায় কোন নিখোঁজ ও হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘটনায় গভীর রাত থেকে ৭ নং ফেরীঘাটের পন্টুন বন্ধ হয়ে যায়। এসময় অল্পের জন্য প্রাণে রক্ষা পান ট্রাকের চালক ও সহকারি। নিয়ন্ত্রণ হারানো কার্ভাড ভ্যান উদ্ধারে কাজ করছে ঘাট কর্তৃপক্ষ।
নিয়ন্ত্রণ হারানো কার্ভাড ভ্যানের চালক, মো. ফিরোজ জানান, হঠাৎ গাড়ির ব্রেকে কাজ না করায় এমন দুর্ঘটনা ঘটেছে। এতে আমার সহকারির মাথায় আঘাত লেগেছে। তাছাড়া আর কোনো ক্ষতি হয়নি। এ ঘাটে ইতিপূর্বেও অনেক গাড়ী ফেরিতে উঠার সময় পদ্মা নদীতে পড়ে গেছে। এবং হতাহতের ঘটনাও ঘটেছে অনেক। ফেরিতে উঠার আগের সংযোগ সড়কটি বেশি ঢালু হওয়ায় এ দুর্ঘটনা মাঝে মধ্যেই ঘটে বলে জানান একাধিক চালকরা। তবে এখানে ফেরিঘাট কর্তৃপক্ষের গাফিলতির কথাও বলেছেন চালক ও যাত্রীরা। সময়মতো সংযোগ সড়কটি সংস্কার না হওয়ার কারণে এ দুর্ঘটনাও ঘটছে বলেও জানান তারা।
বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, রোববার রাত দেড়টার দিকে ফেরী লোড হওয়ার সময় গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেরীতে না উঠে পাশে পন্টুনে আটকে যায়। গাড়িটি নদীতে পড়ে না যায় এবং গাড়ীতে থাকা মালামালের ক্ষতি না হয় সেজন্য রাত দেড়টার পর থেকে ঘাটটি বন্ধ রাখা হয়েছে। তবে কোন নিখোঁজ নাই। জীবনহানির ঘটনা ঘটেনি। আমাদের উদ্ধার কাজের দায়িত্বরত কর্মকর্তাগন ঘাটে এসে উপস্থিত হয়েছেন এবং উর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত হয়েছেন। কাভার্ড ভ্যানটি উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।