রাজবাড়ীর গোয়ালন্দে মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার রাতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কোট চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান’র সভাপতিত্বে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন নুরুল হক মিলন, নাসরিন আক্তার ইতি, বাউল শিল্পী অধম সুমন বাউল, ফকির পলাশ বাউল, মো. কামরুল ইসলাম, সজিব শাহরিয়ার, মোহনা পারভীন প্রমুখসহ দোলনচাঁপা সঙ্গীতাঙ্গনের শিশু শিল্পীরা।
উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানা ওসি (তদন্ত) উত্তম কুমার বিশ্বাস, প্রাক্তন শিক্ষক নির্মল কুমার চক্রবর্তী, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহবায়ক সাংবাদিক হেলাল মাহমুদ, সদস্য সচিব মো. মোজাম্মেল হক লাল্টু, যুগ্ম সদস্য সচিব মো. সাজ্জাদ হোসেন, সদস্য রাশেদুল হক রায়হান, শফিকুল ইসলাম শামীম, মজিবর রহমান খান জুয়েল প্রমুখ। বাদ্যযন্ত্রে দোতরায় ছিলেন দোতরা বাবু, বাশিতে ছিলেন মানিকগঞ্জ হতে আগত মো. ফয়সাল আহমেদ, তবলায় ছিলেন মো. রাজ্জাক ঠাকুর।