রাজবাড়ীর গোয়ালন্দে দিন-দুপুরে এক ওষুধ প্রতিনিধির মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৩৫)। এ ঘটনায় তিনি গোয়ালন্দ ঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সাইফুল ইসলাম ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার করিম মৃধার ডাঙ্গীর মো. সাজ্জাদ হোসেনের ছেলে। তিনি বর্তমানে গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ডের অন্তর্গত নিলু শেখের পাড়ার মুহাম্মদ আবুল হোসেন মোল্লার বাড়ীর তিনতলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। তিনি বিকন কোম্পানির প্রতিনিধি হিসেবে অত্র এলাকায় কাজ করছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার সকাল পৌনে ৯ টার দিকে তিনি ভাড়া বাসার সামনে তার ব্যবহৃত ডিসকভার মোটরসাইকেলটি রেখে তিনতলার বাসায় যান। কিছুক্ষণ পর নিচে নেমে এসে দেখেন তার মোটরসাইকেলটি সেখানে নেই।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, এ বিষয়ে ভুক্তভোগী ব্যক্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। চুরি যাওয়া মোটর সাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে।