রাজবাড়ী সদর উপজেলার বেলগাছি রেলওয়ে ষ্টেশন মাঠে চন্দনী ও খানগঞ্জ ইউনিয়ন বিএনপির আয়োজনে যৌথ কর্মীসভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী -১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
খানগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ হোসেন স্বপন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনছারী, সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক কাজী আহসান হাবীব, যুগ্ম আহ্বায়ক আকমল হোসেন, জেলা যুবদলের নেতা অ্যডভোকেট নিকবর হোসেন মনি, ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী প্রফেসার আব্দুর রউফ হিটু, সাবেক চেয়ারম্যান মালেক শিকদার, চন্দনী বিএনপির সভাপতি আবুল হোসেন খান, মিজানপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আতিউর রহমান, খানগঞ্জ ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আতাহার হোসেন তকদির, চন্দনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির শিশু কল্যাণ বিষয়ক সম্পাদক কে এমন শাহাদাত হোসেন ও তৈয়বুর রহমান বাচ্চু।
প্রধান অতিথি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, দীর্ঘ ১৭ বছর আপনাদের সামনে কথা বলতে পারিনি। ১৭ বছর বাড়ি ঘুমাতে পারিনি। স্বৈরাচারী সরকার কথা বলার অধিকার হরণ করে ছিল। আমি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ছিলাম তিনি আমাকে বললেন রাজবাড়ীবাসীকে আমার ছালাম পৌঁছে দিয়েন।