রাজবাড়ী বালিয়াকান্দিতে যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ প্রকল্পের অর্থায়নে কৃষি যন্ত্র চালনা-মেরামত-রক্ষণাবেক্ষণের উপর যন্ত্র চালক ও মেকানিকদের দুই দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মেসার্স কৃষি সেবা বিতানের সার্বিক সহযোগিতায় ও বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্টহারবেস্ট টেকনলোজি বিভাগের আয়োজনে, ব্রি চপার মেসিন,ব্রি স্বয়ংক্রিয় বীজ বপন যন্ত্র, ব্রি রাইস ট্রান্সপ্লান্টার, ব্রি স্ট্র রোপ মেকার, ব্রি আগাছা নিড়ানি যন্ত্র, ব্রি কম্প্যাক্ট রাইস মিল, ব্রি সেমি অটোমেটিক রাইস ট্রান্সপ্লান্টা, ব্রি বীজ বপন যন্ত্র, ব্রি মিনি রাইস হলার, ব্রি হোল ফিড কম্বাইন্ড হারভেস্টার, ব্রি সৌর শক্তি আলোক ফাদ ও ব্রি হেড ফিড কম্বাইন্ড হারভেস্টার উল্লেখিত এই কৃষি যন্ত্রের উপর উপজেলার নবাবপুর ইউনিয়নের তেকাটি এলাকার বাবুল আক্তারের বাড়িতে দুদিন ব্যাপি এ প্রশিক্ষন সম্পন্ন হয় এবং ৬০ জন কৃষি কৃষাণী এতে অংশগ্রহণ করে।
কৃষক হাজী মোহাম্মদ আহসান হাবীব এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ধান গবেষণা ইন্সটিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. এ.কে. এম সাইফুল ইসলাম। আরো বক্তৃতা করেন গাজীপুর ধান গবেষণা ইন্সটিটিউটের মেকানিকাল অপারেট হুমায়ন কবির, সনি রজারিও, সহযোগী লেদ অপারেটর হাসিবুল ইসলাম প্রমুখ।