রাজবাড়ীর গোয়ালন্দে দিনদুপুরে ফাঁকা বসতবাড়ির জানালা ভেঙে ঘরে প্রবেশ করে অন্তত ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫ হাজার টাকা হাতিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ সংলগ্ন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফরহাদুল ইসলাম বাবু ও শিক্ষক সুরাইয়া পারভীন দম্পতির ফাঁকা বসতবাড়িতে শুক্রবার এ ঘটনা ঘটে।
দূস্কৃতিকারীরা ঘরের কয়েকটি কক্ষের দুইটি আলমারি ও ৩ টি ওয়ারড্রপ ভেঙে স্বর্নের ৩টি হার, এক জোড়া কানের দুল, বেশ কয়েকটা আংটিসহ অন্তত ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫ হাজার টাকা লুটে নেয়। এছাড়া বেশ কয়েকটি আলমারির লকার ভাংচুর ও ঘরের জিনিসপত্র তছনছ করে।
দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহকারি শিক্ষক ভুক্তভোগী সুরাইয়া পারভীন জানান, তার দুই ছেলে-মেয়ে ঢাকায় বসবাস করেন। তার স্বামী চিকিৎসাজনিত কারণে কয়েকদিন ধরে ঢাকায় অবস্থান করছেন। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে তিনি বাড়ির ঘরের সকল দরজা-জানালা তালাবদ্ধ করে জরুরি একটা কাজে এক সহকর্মীর বাড়িতে যান। ফিরে আসেন সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে। এ সময় দেখতে পান ঘরের মধ্যে লাইট জ্বালানো। কিন্তু তিনি সকল লাইট বন্ধ করে গিয়েছিলেন। পরে আশপাশের কয়েকজনকে ডেকে এনে ঘরে ঢুকে দেখেন সবকিছু তছনছ এবং ঘরের দক্ষিণ দিকের জানালার গ্রিল ভাঙা। পরে পুলিশকে খবর দিলে তারা এসে সবকিছু দেখে তথ্য নিয়ে যান।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠাই। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।