রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, এ জেলার মানুষকে সাথে নিয়ে আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করব। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে এ জেলার মানুষকে সাথে নিয়ে আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করব। কোনো কাজ করতে হলে সবাইকে নিয়ে করতে হয়। একাজে আমাকে সহযোগিতা করবেন- এটাই প্রত্যাশা। আপনাদের তথ্যের যে শক্তি, সে শক্তিকে আমি সম্মান করি। আমার চলার পথে আমার পাশে থাকবেন। সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাজ করতে হবে। জনগণের অধিকার আছে আমাদের কাছ থেকে সেবা পাওয়ার। খুব শীঘ্রই হ্যালো ডিসি নামে একটি অ্যপস চালু করা হবে। এই অ্যাপে যে কেউ তথ্য ও অভিযোগ জানাতে পারবে।
সভা সঞ্চালনা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক।
বক্তৃতা করেন রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, যুগ্ম সম্পাদক সুমন বিশ^াস, শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম রুমন, রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি আজু শিকদার, মেহেদী হাসান, মাসুদ রেজা শিশির, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেলুর রহমান, কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, আল মামুন আরজু, রতন মাহমুদ প্রমুখ।
সাংবাদিকরা জেলার নদী ভাঙন, অবৈধ বালু উত্তোলন, অবৈধ ইটভাটার কার্যক্রমসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেণ। জেলা প্রশাসক সমস্যাগুলোর সমাধানে সর্বতোভাবে চেষ্টা করার আশ্বাস দেন।
রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সভাপতি করিম ইসহাক, সহ সভাপতি আহসান হাবীবসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে রাজবাড়ী জেলা প্রেসক্লাব ও রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।