গোয়ালন্দ প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসরের জাকজমকপূর্ণ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় আফরা ট্রেডার্সের আয়োজনে মুক্তিযোদ্ধা শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব মাঠে এ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় আফরা ট্রেডার্স ও টুর্নামেন্টের আহবায়ক আসাদুল আলম সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র।
গোয়ালন্দ প্রপার হাই স্কুলের সহকারি শিক্ষক ও উদ্বোধনী খেলার ধারাভাষ্যকার শফিক মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম, গোয়ালন্দ মুক্তিযোদ্ধা সংসসদের সাবেক কমান্ডার সামাদ মোল্লা, আইএফআইসি ব্যাংক পিএলসি গোয়ালন্দ শাখার ব্যবস্থাপক মো. সোহরাব হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ফুটবলার শহিদুল ইসলাম বাবলু। এসময় গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব ও সাবেক ফুটবলার কামরুজ্জামান কামরুল, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় আদীব-সারাহ্ ফাউন্ডেশন বনাম মৃধা স্পীড ফায়ারস্ একে অপরের মোকাবেলা করে। টসে জয়লাভ করে আদীব-সারাহ্ ফাউন্ডেশন প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। মৃধা স্পীড ফায়ার ১২ ওভার ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ১৩১ রান করতে সক্ষম হয়। জবাবে আদীব-সারাহ্ ফাউন্ডেশন ১৩২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪ উইকেটের বিনিময়ে ৮৯ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের শামীম ফেরদৌস সোহেল ব্যক্তিগত ৫২ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। উদ্বোধনী খেলাটি পরিচালনার দায়িত্বে ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব মাহফুজুর রহমান মিলন ও গোলাম মোস্তফা সোহাগ।