রাজবাড়ীর গোয়ালন্দে ”জমি চাষের ডক্টর, সোনালীকা ট্রাক্টর” স্লোগানে এ সি আই মটরস্ এর বিভিন্ন পণ্য, পণ্যের যন্ত্রাংশ, কৃষি কাজে ব্যবহৃত ট্রাক্টর, ড্রাম ট্রাক প্রদর্শনী, যন্ত্রাংশ সুলভ মূল্যে বিক্রয় এবং বার্ষিক পণ্য বিনামুল্যে সার্ভিস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টায় এসিআই মটরস্ এর আয়োজনে গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের পাশে এ বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসিআই মটরস্ এর টেরিটোরি ম্যানেজার মো. মাহবুবুজ্জামান অভি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসিআই মটরস্ লিমিটেডের এ্যাসিস্টেন্ট সেলস্ ম্যানেজার মো. জহুরুল হক।
এসিআই মটরস্ লিমিটেডের ইন্জিনিয়ার সিফাত মঞ্জুর খানের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন এসিআই মটরস্ এর মার্কেটিং অফিসার মমিনুল ইসলাম, রিকভারি অফিসার কিরণ হোসেন প্রমুখসহ এসিআই কম্পানির গ্রাহক, এজেন্ট, সোনালিকা ট্রাক্টর মালিকগণ ও ড্রাইভারবৃন্দ।
বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভায় সেবা প্রদানের জন্য বিভিন্ন স্টলের মধ্যে রেজিস্ট্রেশন বুথ, ডিজিটাল বুথ, স্পেয়ার পার্টস বিক্রয় বুথ, হেল্থ চেকআপ বুথ, বিক্রয় অনুসন্ধান ও এক্সচেঞ্জ বুথ, টি এন্ড ফুড স্টল এবং সার্ভিস সেন্টার বুথ উল্লেখযোগ্য। সভা শেষে এসিআই কম্পানির এজেন্ট, ক্রেতা, ট্রাক্টর মালিক ও ড্রাইভারদের মধ্যে ঝুড়িতে বল নিক্ষেপ, নদী পার খেলা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এসিআই মটরস্ লিমিটেডের এ্যাসিস্টেন্ট সেলস্ ম্যানেজার মো. জহুরুল হক বলেন, সোনালিকা ট্রাক্টর বাংলাদেশের সেরা একটি কৃষি পণ্য। বাংলাদেশের এক নম্বর পণ্য হিসাবে ইতিমধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছে এবং কৃষকদের মনে জায়গা করে নিয়েছে। তিনি আরও বলেন, সোনালিকা ট্রাক্টর গুণে ও মানে সবার সেরা কৃষি পণ্য।