রাজবাড়ীর সদর বরাট ইউনিয়নের ঐতিহ্যবাহী বরাট একতা ক্লাবের ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় বরাট একতা ক্লাবের আয়োজনে ক্লাবের নিজস্ব মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় জাগরণী বরাট একতা ক্লাব সমাজ কল্যাণ বরাট একতা ক্লাব একে অপরের মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলা ৪-৪ গোলে সমতা থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে সমাজ কল্যাণ বরাট একতা ক্লাব ৪-২ গোলে জাগরণী বরাট একতা ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চমৎকার খেলা প্রদর্শন করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজিত দলের সজিব, ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন বিজয়ী দলের আসিফ, সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন বিজিত দলের রাজন ও সেরা গোলকিপার নির্বাচিত হন সাব্বির। আয়োজক কমিটির সদস্য সচিব ও বরাট একতা ক্লাবের ক্রীড়া সম্পাদক রাজন সরদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো. মেছের আলী। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরাট একতা ক্লাবের সহ-সভাপতি মো. কাদের মুন্সি, বরাট ইউনিয়ন পরিষদ সদস্য মো. সেলিম, গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, বরাট একতা ক্লাবের সদস্য সাচ্চু বিশ্বাস, সামিম সরদার, আতিয়ার গাজী, রুমেল, রেজাউল খান, জাহিদ সরদার, মো. শিপন, সাহিন আব্দুল্লাহ, তালাশ, কামরুল প্রমুখ। অনুষ্ঠানের অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি, ক্রেস্ট ও মেডেল তুলে দেন।