ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজবাড়ীর ডিবি পুলিশ। তার নাম তছির উদ্দিন। সে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের জরি মিস্ত্রীর ছেলে। শনিবার সকালে ঝিনাইদহ জেলার পৈলানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে দজানানো হয়েছে, গত ৯ অক্টোবর তারিখে ফরহাদ নামে এক ব্যক্তির ফেসবুক আইডিতে তাছির উদ্দিনের ধর্মীয় উস্কানীমূলক বক্তব্যের ভিডিও দেখতে পাওয়া যায়। যে বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ জনসাধারণের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির উপক্রম হয়। ভিডিওটি দেখার পর তছির উদ্দিন ও ফরহাদকে শনাক্ত করে ১০ অক্টোবর তারিখে সাইবার নিরাপত্তা আইনে দুজনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা হয়। মামলার প্রেক্ষিতে তছির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজবাড়ীর আদালতে ১৬৪ ধারা জবানবন্দীতে তার দোষ স্বীকার করেছে। এর আগে ১০ অক্টোবর তারিখে মামলার অপর আসামি ফরহাদকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ফরহাদের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া গ্রামে।