মা ইলিশ সংরক্ষণ অভিযানে পদ্মা নদীতে ইলিশ আহরণে বিরত থাকা রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভার নিবন্ধিত ১ হাজার ৮৩০ জন জেলের মধ্যে ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে গোয়ালন্দ পৌরসভা চত্ত্বরে ১২২ জন, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার চার ইউনিয়ন চত্বরে এ চাউল বিতরণ করা হয়। এরমধ্যে উজানচর ইউনিয়নে ৪৭৫, দৌলতদিয়া ইউনিয়নে ৫৮৪, দেবগ্রাম ইউনিয়নে ৫৬৯ ও ছোট ভাকলা ইউনিয়নে ৮০ জন নিবন্ধিত কার্ডধারী জেলের মধ্যে উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত ইউনিয়ন টাস্কফোর্স কমিটির আয়োজনে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা মৎস্য অফিসের সহকারী ফিল্ড এ্যাসিসটেন্ট কৃষ্ণ লাল দাস প্রমুখ।
পৌরসভার প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, গত ১৩ই অক্টোবর মধ্যরাত থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজনন মৌসুমে নদীতে জাল ফেলে ইলিশ আহরণসহ যে কোন ধরণের জাল ফেলা নিষিদ্ধ করেছে সরকার। তাই এসময় সকল জেলের এই ২২ দিন নদীতে না নামতে ও ইলিশ না ধরতে অনুরোধ জানান।