নাগরিক কমিটি, রাজবাড়ীর নেতৃবৃন্দ জেলার পাঁচটি উপজেলার বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ঘুরে ঘুরে এসব মন্দির পরিদর্শন করেন।
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের মতিয়াগাছি দুর্গা মন্দির, পাঁচুরিয়া ইউনিয়নের নবগ্রাম বাজার, চন্দনী বাজার, চাদপুর দক্ষিণপাড়া দুলাল মন্ডলের বাড়ি, রাজবাড়ী শহরের মহাশ্মশান দুর্গা মন্দির, খানখানাপুর বাজার, গোয়ালন্দ মোড়, গোয়ালন্দ উপজেলার সুকদেব মন্ডলের বাড়ি, নগর রায়ের পাড়া, বিজয় বাবুর পাড়া শ্রীকৃষ্ণ সেবা সংঘ মন্দির, বালিয়াকান্দি মহাশ্মশান পূজা মন্দির, ঢোলজানি মন্দির, বকচর পশ্চিম মৌকুড়ি পূজা মন্দির, পাংশা ভাই ভাই সংঘ পূজা মন্দির, কালুখালী মহাপ্রভু পূজা মন্ডপ, রতনদিয়া বাজার পূজা মন্ডপসহ বিভিন্ন পূজা মন্ডপ তারা পরিদর্শন করেন।
এসময় নাগরিক কমিটি, রাজবাড়ীর সভাপতি জ্যোতিশংকর ঝন্টু, সহ সভাপতি আব্দুস সামাদ, মুনীরুল হক মুনীর, সাধারণ সম্পাদক ফকির শাহাদত হোসেন, অরুন কুমার সরকার, ধীরেন্দ্র নাথ দাস, দিলীপ চাকী, সৌমিত্র শীল চন্দন, এজাজ আহমেদ, বাসুদেব প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে নাগরিক কমিটি, রাজবাড়ীর নেতৃবৃন্দ দুর্গাপূজা মন্দির কমিটির কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক খোঁজ খবর নেন।