রাজবাড়ীতে বৃষ্টি উপেক্ষে করে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি ও ইসলাম ধর্মকে নিয়ে কূরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে সভা ও বিক্ষোভ সমাবেশ করেছে রাজবাড়ী জেলা ইমাম কমিটি।
শুক্রবার দুপুরে জেলা শহরের আজাদী ময়দান থেকে রাজবাড়ী ইমাম কমিটির আয়োজনে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এসময় বিক্ষোভ মিছিল প্রধান সড়ক পান্নাচত্বর, পৌরসভা ও ঘুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে এসে শেষ হয়।
এসময় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি ও ইসলাম ধর্মকে নিয়ে কূরুচিপূর্ণ মন্তব্য করায় হিন্দু ধর্মগুরু মহারাজ ও বিজেপি বিধায়ক নিতেশ ও রানেসহ দুইজনের অবিলম্বে তাদের ফাঁসির দাবী জানান ইমাম কমিটির নেতারা। তানাহলে সামনে বড় আন্দোলনের ঘোষনা দেওয়া হবে। ভারতীয় মুদি সরকার যদি মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তিকারকদের বিচার না করে ও ক্ষমা না চায় তাহলে ভারতীয়দের পন্য বয়কটসহ সব ধরনের প্রতিবন্ধকতা তৈরী করা হবে বলেন তারা।
এসময় সমাবেশে বক্তৃতা করেন জেলা ইমাম কমিটির সভাপতি হাফেজ মাওলানা ইলিয়াছ মোল্লা, জেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোফাজ্জেল হোসেন আব্বাসী, সহ- সভাপতি আলহাজ্ব মাওলানা আলাউদ্দিন আল আজাদ, ভান্ডারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল এরশাদ মো. সিরাজুমুনিরসহ জেলার ইমাম কমিটির নেতারা বক্তৃতা করেন।