রাজবাড়ীতে “কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” প্রতিপাদ্যে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মহুয়া শারমিন ফাতেমা।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. আজমীর হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব। স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার তাহমিদা খানম। অন্যদের মাঝে বক্তব্য দেন দেন রাজবাড়ী এনজিও ফোরামের সভাপতি লুৎফর রহমান লাবু, মলিনা আক্তার, আলেয়া বেগম প্রমুখ।
বক্তারা বলেন, একটা সময় ছিল যখন নারীদের কথা বলার অধিকার ছিল না। নারীরা বাইরে বের হতে পারতো না। এখন সময় পরিবর্তন হয়েছে। বর্তমান বিশ্ব য়ানের যুগ। নারীদের বাইরে রেখে কোন প্রকার উন্নয়ন করা সম্ভব নয়। বর্তমান সময়ে নারী পুরুষের মধ্যে বৈষম্য করার কোন সুযোগ নেই। মানুষের দুটি চোখ থাকে। কোনটির মূল্য কম নয়। তাই ছেলে বা মেয়ে যাই হোক সবাই মূলবান। পরিবার থেকেই সবাইকে সমান চোখে দেখার মানুষিকতা তৈরি করতে হবে। যখন দেশে ছেলে-মেয়েদের মধ্যে বৈষম্য দূর হবে, তখন থেকে আর আমাদের কন্যা শিশু দিবস পালন করতে হবে না।