রাজবাড়ীর কালুখালী উপজেলার মাধবপুর বাজারে ভ্যান চালক ইরফান শিকদার রাস্তার পাশে ভ্যান রাখছিলো। ওই জায়গায় ভ্যান রাখতে বাধা দেয় অটোচালক জাহিদ। এ নিয়ে কথা কাটাকাটি তারপর মারামারি। এতে গুরুতর আহত হয়ে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় ভ্যান চালক ইরফান শিকদার। পরে ইরফানের বাড়িতে গিয়ে তার স্ত্রী মাজেদা খাতুনকে লাঞ্ছিত করে জাহিদ, জাহানগীর, শহীদ ও লালন।
বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। ইরফান শিকদার কালুখালীর কামিয়া গ্রামের কালাম শিকদারের পুত্র। ইরফান শিকদারের স্ত্রী মাজেদা খাতুন জানায়, অটোচালক জাহিদসহ জাহানগীর, শহীদ ও লালন আমার স্বামীকে মারপিট করে। এলাকাবাসী তাকে হাসপাতালে নিয়ে গেলে জাহিদসহ জাহানগীর, শহীদ ও লালন আমার বাড়ীতে হামলা করে।
মাজেদা খাতুন জানান, এ ঘটনার মামলা করলে ওরা আমাকে জানে মেরে ফেলার হুমকী দিয়েছে। ওদের ভয়ে আমি ঘর থেকে বের হতে পারছি না ।