ধন্য সৃষ্টি কূল
শাহজালাল সুজন
ছায়া বিহীন কায়া ধরে
আরশের নূর পড়ে ঝরে
চৌদ্দ ভূবন মাঝ,
আকাশেরই উজ্জ্বল তারা
নূরের ছটায় পাগলপারা
শুভ্র মেঘের সাঝ।
দয়াল নবীর ছোঁয়া পেয়ে
পাখিরা সব উঠে গেয়ে
মুহাম্মাদী সুর,
মা আমেনার ঘরে আসে
দিনটি বারো আউয়াল মাসে
নিকষ করে দূর।
জশনে জুলুস পালন করে
বিশ্ব মুসলিম উম্মাহর ঘরে
ফুটে ইশকের ফুল,
দয়াল নবীর শানও গানে
রাহমাতাল্লিল দয়া দানে
ধন্য সৃষ্টি কূল।