রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ বাসস্ট্যান্ডে নব প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গোয়ালন্দ সুপার শপ’র শুভ উদ্বোধন ও পণ্য বিক্রয়ে কুপন বিতরণ কার্যক্রমের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। গোয়ালন্দ সুপার শপ কেন্দ্রে প্রতিষ্ঠানের গ্রান্ড উদ্বোধন ও কুপনের ড্র অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ সুপার শপের স্বত্বাধিকারী ও পরিচালক নাজিমুল ইসলাম বৃটেন’র সভাপতিত্বে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন গোয়ালন্দ সুপার শপ’র ব্যবস্থাপক বর্ষিয়ান রাজনীতিবিদ নাজিরুল ইসলাম দুলু।
গোয়ালন্দ উপজেলা সহকারি শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্জ্ব মো. মোস্তফা মুন্সী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, ফকীর আমজাদ হোসেন, পৌর আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জ্বল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. ইউনুছ মোল্লা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু প্রমুখ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন, ও এলাকাবাসী। উদ্বোধন ও আলোচনা সভা শেষে কুপনের লটারি ও পুরস্কার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্র পুরস্কার হিসাবে ৩১ টি পুরস্কারের গোয়ালন্দ সুপার শপ’র স্বত্বাধিকারী ও পরিচালক নাজিমুল ইসলাম বৃটেন বলেন, গোয়ালন্দ উপজেলা একটি ঐতিহ্যবাহী উপজেলা। এ উপজেলায় বিভিন্ন পেশাজীবী ও চাকুরীজীবি মানুষের আগমন ঘটে এজন্য ভালো মানের একটি সুপার শপ খুবই প্রয়োজন। যাতে করে একটি পরিবার তাদের সংসারের যাবতীয় দ্রব্য এক স্থান থেকেই কেনাকাটা করতে পারেন। বাজারমূল্যর সাথে সমতা রেখেই আমরা দ্রব্য মূল্যর দাম নির্ধারণ করেছি। যাতে করে নিম্নআয়ের মানুষসহ সবাই এখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পারে।