রাজবাড়ীর কালুখালী উপজেলার কৃষক বিশু মল্লিকের তিল প্রতিপক্ষের লোকজন কেটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে কালুখালীর মৃগী ইউনিয়নের নিয়ামতপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিশু মল্লিুক কালুখালীর মৃগী ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের আমেদ আলী মল্লিকের পুত্র।
বিশু মল্লিক জানান, স্থানীয় খাইরুল, মেহেদী ও ইউনুছ আলীর সাথে তার জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিলো। এরই সূত্র ধরে গত সোমবার সকালে ওই ৩ ব্যক্তি তার নিয়ামতপুর মৌজার ৫৫৭ নং দাগের ১০ শতাংশ জমির কাঁচা তিল কেটে নিয়েছে। ফসল কাটার পর তাকে হত্যার হুমকিও দেয় তারা। তিল কাটার পর ইউনুছ আলী গালিগালাজ করে আমার ও পরিবারের লোকজনের হত্যার হুমকী দেওয়ায় কালুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্ত খাইরুল ও মেহেদীর সাখে কথা বলতে গিয়ে তাদের পাওয়া যায়নি। তবে ইউনুছ আলী তিনি তিল কাটার কথা স্বীকার করে বলেন, অনেক আগে জমিটা আমার দখলে ছিলো। এজন্য তিল কেটেছি।